প্রথম কোয়ালিফায়ারে চিটাগংয়ের মাঝারি পুঁজি
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষেই ২০৬ রান করেছিল চিটাগং কিংস। একই মাঠে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) মুখোমুখি হয়েছে দুদল। বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে চিটাগং। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে চিটাগং।
বরিশালকে প্রথম ওভারেই ব্রেক থ্রু এনে দেন কাইল মায়ার্স। ২ বলে ৪ রান করা খাজা নাফাইকে বোল্ড করেন তিনি। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন রান পেলেও তা ছিল ধীরগতির। ৩৬ বলে ৩৬ করেন ইমন। ওয়ানডাউনে নামা গ্রাহাম ক্লার্ককেও ফেরান মায়ার্স। মাত্র ৬ রানে বিদায় নেন ক্লার্ক। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ১ রান।
মিঠুনের পর হায়দার আলীও ফিরে যান ৭ রানে। ৩৪ রানে ৪ উইকেট হারানো চিটাগং পড়ে বিপদে। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন শামীম হোসেন। একাই হাল ধরেন তিনি। দ্রুতগতিতে রান তুলে সামাল দেন বিপর্যয়। মোহাম্মদ আলীর শিকার হওয়ার আগে ৪৭ বলে ৯টি চার ৪টি ছক্কায় ৭৯ রান করেন শামীম। বাকিরা ব্যর্থতার ধারা বজায় রাখায় বেশিদূর যেতে পারেনি চিটাগং, থেমে যায় দেড়শ রানের আগে।
বরিশালের পক্ষে বল হাতে আগুন ঝরান আলী। ৪ ওভারে ২৪ রানে ৫ উইকেট নেন তিনি। একাই ধসিয়ে দেন চিটাগংয়ের ব্যাটিং। এছাড়া, ২৭ রানে ২ উইকেট পান কাইল মায়ার্স।