নর্থ সাউথে ‘টেক ফেস্ট ২০২৫’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/north_south.jpg)
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) চলছে বহুল প্রতীক্ষিত ‘এনএসইউ টেক ফেস্ট ২০২৫’। গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই প্রযুক্তি উৎসব শেষ হবে ১২ ফেব্রুয়ারি। পুরো আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বিশ্বের শীর্ষ মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড ও হার্ডওয়্যার সল্যুশন নির্মাতা গিগাবাইট ও অরাস।
রোববার (৯ ফেব্রুয়ারি) বসুন্ধরা আবাসিক এলাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে শুরু হয় এই আয়োজন, যা এনএসইউসিইসি ক্লাবের শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত হচ্ছে।
আয়োজকদের বরাতে জানা যায়, টেক ফেস্টটি উদ্ভাবনী মেধা, সৃজনশীল প্রতিভা ও প্রযুক্তি প্রেমীদের এক মিলনমেলায় পরিণত হয়েছে। সারা দেশ থেকে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে এই আয়োজনে। থাকছে হ্যাকাথন, রোবটিকস সেমিনার, ই-স্পোর্টস টুর্নামেন্টসহ নানা প্রতিযোগিতা, যা অংশগ্রহণকারী ও দর্শকদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা দেবে।
গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন উদ্যোগে আমরা অত্যন্ত আনন্দিত। চার দিনব্যাপী এই ফেস্টে ভ্যালোরেন্ট ও ফিফা গেমিং প্রতিযোগিতায় ৬০০-এর বেশি গেমার অংশ নিচ্ছে। এটি গত ১০ বছরে দেশের সবচেয়ে বড় টেক ইভেন্ট। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে, সবাইকে আসার আহ্বান জানাই।’
এ ছাড়া রিয়েল-লাইফ ড্রাইভিং অভিজ্ঞতা দিতে বিশেষ সিমুলেটর প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। গিগাবাইটের মাদারবোর্ড, কেসিং ও ল্যাপটপসহ বিভিন্ন হার্ডওয়্যারও শোকেসিং করা হয়েছে।
১২ ফেব্রুয়ারি ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের পুরস্কৃত করা হবে।