আইফোন অর্ডার দিয়ে মিলল দুটি ক্যাডবেরি চকলেট!
অনলাইনে অ্যাপল আইফোন অর্ডার দিয়ে শেষ পর্যন্ত ঘরে এসেছে অদ্ভুত কিছু জিনিস, এমন অনেক খবরই সবার নজরে এসেছে। এবার আরেক কাণ্ড ঘটল, যা শুনলে আপনিও হাসবেন।
ইন্ডিয়া ডটকমের খবর, একটি অনলাইন শপিং সাইটে এক ব্যক্তি আইফোন ১৩ প্রো ম্যাক্স অর্ডার দিয়েছিলেন, যার দাম এক লাখ রুপি। কিন্তু বাক্স খুলেই হতবাক। এ কী, মাত্র দুটি ক্যাডবেরি চকলেট!
ওই ব্যক্তির নাম ড্যানিয়েল ক্যারল। ইংল্যান্ডে বাড়ি। তিনিই এক হাজার ৪৫ ইউরোতে ওই আইফোন অর্ডার দিয়েছিলেন।
কিন্তু বাক্স খোলার পর ড্যানিয়েল দেখেন, আইফোনের বদলে মাত্র দুটি ক্যাডবেরি রয়েছে। ড্যানিয়েল ল্যাডবাইবেলকে বলেন, তিনি ২ ডিসেম্বর অ্যাপল ওয়েবসাইট থেকে মুঠোফোন অর্ডার দিয়েছিলেন। ১৭ ডিসেম্বর ডিএইচএলের মাধ্যমে ডেলিভারি আসে। গতকাল সোমবার তিনি ২৪ মাইল পেরিয়ে পার্সেল আনতে যান। বাক্স খুলে দেখেন দুটি ডেইরি মিল্কের বার।
টুইটারে ওই ঘটনার বর্ণনা করেন ড্যানিয়েল। ছবিও যুক্ত করেন তিনি। এর পর ডিএইচএলের এক মুখপাত্র জানান, ঘটনার তদন্ত করছেন তাঁরা। দ্রুতই মিস্টার ক্যারলকে তাঁর অর্ডারকৃত পণ্য পৌঁছে দেওয়া হবে।