ইসরায়েল-বাহরাইনের কূটনৈতিক সম্পর্কের আনুষ্ঠানিক সূচনা
ইসরায়েল ও বাহরাইনের কূটনৈতিক সম্পর্কের আনুষ্ঠানিক সূচনা শুরু হচ্ছে। আজ রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে বাহরাইনের রাজধানী মানামায় মার্কিন এক প্রতিনিধিদলের উপস্থিতিতে দুই দেশের সরকারি কর্মকর্তাদের বৈঠকের মাধ্যমে এই সম্পর্কের সূচনা হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলি এক কর্মকর্তা।
আলজাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর গত মাসে হোয়াইট হাউসে সংযুক্ত আরব আমিরাত-বাহরাইন এবং তেল আবিব শান্তিচুক্তি স্বাক্ষর করে।
ইসরায়েলি এক কর্মকর্তা বলেন, ইসরায়েলের প্রতিনিধিদল এবং বাহরাইনের কর্মকর্তারা একটি যৌথ ইশতেহারে স্বাক্ষর করবেন। এই ইশতেহার স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের যাত্রা পুরোদমে শুরু হবে।
ওই কর্মকর্তা বলেন, রোববার সন্ধ্যার দিকে এই যৌথ ইশতেহার স্বাক্ষরের কথা রয়েছে। এটি সম্পন্ন হলে উভয় দেশই পরস্পরের ভূখণ্ডে নিজেদের দূতাবাস চালু করতে পারবে।
১৯৭৯ সালে মিসর ও ১৯৯৪ সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে শান্তিচুক্তিতে পৌঁছানোর পর তৃতীয় ও চতুর্থ দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন একই পথে হাঁটল।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ইসরায়েল-আমিরাত-বাহরাইনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন প্রশাসনের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে এ দুই দেশ।