কাশ্মীর ইস্যুতে নিজেদের অবস্থান জানাল তালেবান
আফগানিস্তান দখলে নেওয়ার পর ভারতের ভূস্বর্গ খ্যাত উপত্যকা জম্মু-কাশ্মীর ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সশস্ত্র সংগঠন তালেবান। গোষ্ঠীটি বলছে, কাশ্মীর সম্পূর্ণই অভ্যন্তরীণ এবং ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় বিষয়। এ নিয়ে তালেবানের কোনো আগ্রহ নেই।
এদিকে নয়াদিল্লি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপত্যকাটির নিরাপত্তা আরও জোরদার করছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই ও ডিএনএ-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কাশ্মীর ইস্যু সম্পর্কে ওয়াকিবহাল এক সরকারি সূত্রকে উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, কাশ্মীরে নিরাপত্তা এবং নজরদারি দুটিই বাড়ানো হচ্ছে। যদিও এই মুহূর্তে কাশ্মীরে বিশেষ কোনো প্রভাব বিস্তারে আফগানদের ক্ষমতা নেই।
গত রোববার (১৫ আগস্ট) আফগান রাজধানী কাবুল দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। ফলে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নতুন সরকার গঠন এখন সময়ের অপেক্ষা মাত্র।
সংকটময় এই পরিস্থিতি ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট একটি মহল। কারণ জঙ্গি সংগঠন তাহরিক-ই-তালেবান এবং লস্কর-ই-তৈয়বা এখনো পাকিস্তান ও আফগানিস্তানে কিছুটা হলেও সক্রিয় আছে।
এএনআইয়ের খবর অনুযায়ী, সশস্ত্র এই জঙ্গি সংগঠনগুলো তালেবান যোদ্ধাদের সঙ্গে হাত মিলিয়ে এরই মধ্যে কাবুলের একাংশ এবং নিকটবর্তী বেশ কয়েকটি অঞ্চলে চেকপোস্ট স্থাপন করেছে।
এ দিকে ঘানি সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পর মঙ্গলবার (১৭ আগস্ট) প্রথম সংবাদ সম্মেলন করে তালেবান। এতে সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘২০ বছর আগেও আমাদের দেশ মুসলিম রাষ্ট্র ছিল। আজও আমাদের দেশ মুসলিম রাষ্ট্র।’
ঐতিহাসিক সেই সংবাদ সম্মেলনের শুরুতে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, ‘দীর্ঘ ২০ বছর সংগ্রামের পর আমরা দেশকে মুক্ত করেছি। এখন আমরা বিদেশিদের তাড়িয়ে দিয়েছি। এটা পুরো জাতির জন্য গর্বের একটি মুহূর্ত। আমরা কখনোই বিদেশি কিংবা অভ্যন্তরীণ শত্রু চাই না।’