পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ৪ পুলিশ নিহত
পাকিস্তানে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীদের হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা নগরীর পাস্তুনাবাদে টহল দেওয়ার সময় পুলিশের ওপর এই হামলার ঘটনা ঘটে।
বেলুচিস্তানের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আবুল রাজ্জাক চিমা এএফপিকে জানান, দুটি মোটরসাইকেলে করে আসা চার বন্দুকধারী পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে বেপরোয়া গুলি চালায়। এতে চার পুলিশ সদস্য ঘটনাস্থলেই মারা যান।
আরেক পুলিশ কর্মকর্তা আইতজাজ গোরায়া জানান, এটি নিঃসন্দেহে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড।
তাৎক্ষণিকভাবে এ হামলার দায়িত্ব কেউ স্বীকার না করলেও বেলুচিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠন সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে প্রায়ই হামলা চালায়।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দুপুরে এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের ‘কঠোর নিন্দা’ জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা জঙ্গিবাদ দমনে সরকারের পদক্ষেপকে দুর্বল করতে পারবে না।