পাকিস্তানে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ২৬
পাকিস্তানে জঙ্গিদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষে সাত সেনাসদস্য ও ১৯ জঙ্গি নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে দেশটির উত্তর ওয়াজিরিস্তান-আফগানিস্তান সীমান্তে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে এ সংঘর্ষ হয়।
দেশটির সেনাবাহিনীর আন্তঃজনসংযোগ পরিদপ্তরের দেওয়া বিবৃতি অনুযায়ী সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।
বিবৃতিতে জানানো হয়, উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানের মধ্যবর্তী আফগান সীমান্তের লাড্ডা-শাওয়াল এলাকায় এই সংঘর্ষের সময় আত্মঘাতী বোমা হামলায় সাত সেনা সদস্য নিহত হন।
পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে ওই এলাকায় জঙ্গিদের অবস্থান সম্পর্কে তথ্য ছিল। পরিকল্পনা অনুযায়ী সেনাসদস্যরা চারদিক থেকে জঙ্গিদের ঘিরে ফেলে। এ সময় জঙ্গিরা দুটি আত্মঘাতী বোমাহামলা চালায়। এতে সাত সেনা মারা যান। এ সময় সেনাবাহিনীর গুলিতে ১৯ জঙ্গি নিহত হন। এ ছাড়া সাতজন জঙ্গিকে আহত অবস্থায় আটক করা হয়েছে।’
পাকিস্তান সেনাবাহিনী ‘দেশব্যাপী সন্ত্রাসবিরোধী পদক্ষেপ পরিকল্পনা’-এর অংশ হিসেবে উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করেছে। ওই অঞ্চলে সম্প্রতি বিমান হামলায় বেশকিছু জঙ্গি নিহত হয়েছেন।