বাংলাদেশিকে ঘুষি মারায় মালয়েশিয়ার অভিনেতার সাজা

বাংলাদেশিকে ঘুষি মারার দায়ে মালয়েশিয়ার জনপ্রিয় অভিনেতা শারনাজ আহমাদকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির আদালত। তাঁকে এক হাজার ২০০ রিংগিত জরিমানা করা হয়েছে।
স্থানীয় সময় গতকাল সোমবার আদালত ওই রায় দেন বলে জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্টার অনলাইন।
মালয়েশিয়ায় অভিবাসী ওই বাংলাদেশির নাম গাউস আলি। তিনি কুয়ালালামপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে চাকরি করতেন।
স্টারের প্রতিবেদনে বলা হয়, গত ২২ জুলাই গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে ছিলেন শারনাজ। সেদিন বিকেল সাড়ে ৫টায় গাউস আলিকে ঘুষি মারেন তিনি।
এ ঘটনায় শারনাজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আদালত তাঁকে দণ্ডবিধির ৩২৩ ধারায় দোষী সাব্যস্ত করেন। বিচারপতি মহিউদ্দিন মোহাম্মদ সম শারনাজকে এক হাজার ২০০ রিংগিত জরিমানাও করেন।
আদালতের শুনানিতে গাউস আলির কাছে ক্ষমা চান শারনাজ। তিনি বলেন, ভুল বোঝাবুঝির জন্য সেদিন ঘটনাটি ঘটেছিল। এ সময় তাঁকে কারাদণ্ডাদেশ না দেওয়ার জন্য আদালতের কাছে অনুরোধ করেন শারনাজ।
মালয়েশীয় চলচ্চিত্র ‘জুভানা’তে লান টোডাক নামে চরিত্রে অভিনয়ের সুবাদে ব্যাপক জনপ্রিয়তা পান শারনাজ।