আইভোরি কোস্টে সন্ত্রাসী হামলায় নিহত ১৬
আইভোরি কোস্টের সমুদ্রসৈকতে বন্দুকধারীদের গুলিতে বিদেশি নাগরিক অন্তত ১৬ জন নিহত হয়েছেন। গতকাল রোববারের এ হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটিতে সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল বলে জানিয়েছে ফক্সনিউজ।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, তবে এখনো মার্কিন নাগরিক হতাহতের খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্যমন্ত্রী মার্কাস জ্যাডোটের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গ্র্যান্ড-বাসাম অঞ্চলে অবস্থান করছেন। হামলাস্থলে প্রতিনিধিদলটির যাওয়ার কথা ছিল।
আল-কায়েদার আদর্শে অনুপ্রাণিত জঙ্গিগোষ্ঠী আনসার ডাইন এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, গ্র্যান্ড বাসামের সৈকতে যাওয়া পর্যটকদের ওপর আকস্মিকভাবে গুলি চালায় সন্ত্রাসীরা। নিহতদের মধ্যে চার বিদেশি নাগরিক রয়েছেন। এঁদের মধ্যে ফ্রান্স ও জার্মানির নাগরিক রয়েছেন বলে জানা গেছে।
পশ্চিম আফ্রিকার দেশ আইভোরি কোস্ট একসময় সবচেয়ে স্থিতিশীল ছিল। তবে ২০০২ সালে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে দেশটিতে। বিশেষ করে উত্তরে মুসলমান ও দক্ষিণে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে মাঝেমাঝেই সহিংসতা হয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামেদ বাকায়োকো বলেন, নিহতদের মধ্যে ১৪ জন বেসামরিক নাগরিক ও দুজন সেনাসদস্য রয়েছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ কাপুরুষোচিত এ হামলার তীব্র নিন্দা করেছেন।