ইউক্রেনের তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
মস্কোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইউক্রেনের ছোড়া তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বুধবার (১৬ আগস্ট) টেলিগ্রামে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, বুধবার ভোর ৫টার দিকে ইউক্রেন কালুগা অঞ্চলে তিনটি মুনষ্যবিহীন ড্রোন দিয়ে হামলা চালায়। রাশিয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে যথাসময়ে সব ড্রোন শনাক্ত ও ধ্বংস করেছে।
কালুগার গভর্নর বলেন, ওই অঞ্চলের দক্ষিণ অংশে ড্রোনগুলো ভূপাতিত করা হয়, যা রাজধানী মস্কো থেকে মাত্র কয়েকশ’ কিলোমিটার দূরে।
চলতি মাসে কালুগা অঞ্চলে ইউক্রেনের অন্তত এটি পঞ্চম ড্রোন হামলা, যা রাশিয়া প্রতিহতের দাবি করেছে।
গত ৩০ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, যুদ্ধ এখন রাশিয়ার দিকে আসছে। দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হবে।