ডেনমার্কে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার নারীকে মুক্তির দাবি রাশিয়ার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/12/russia_thum.jpg)
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ বুধবার মস্কোতে রাশিয়া ও কিউবার পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকে যোগ দেন। ছবি : এএফপি
গুপ্তচরবৃত্তির অভিযোগে ডেনমার্কে গ্রেপ্তার হওয়া নারীকে দ্রুত মুক্তির দাবি জানিয়েছে রাশিয়া। আজ বুধবার (১২ জুন) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে এ দাবি জানান।
কোপেনহেগেনে রাশিয়ার দূতাবাস ড্যানিশ সরকারের কাছে ওই নারীকে দ্রুত মুক্তি দিতে দাবি করেছে। এর একদিন আগেই ওই নারীকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছিল ডেনমার্ক প্রশাসন।
রাশিয়ার দূতাবাস জানায়, মারিয়া জাখারোভা বলেছেন, ডেনিশ কর্তৃপক্ষের কাছে আমাদের সদেশী নারীর অবিলম্বে মুক্তি দাবি করছি।