কেনিয়ার পার্লামেন্ট ভবন এলাকা রণক্ষেত্র, পশ্চিমা ১০ দেশের উদ্বেগ
কেনিয়ার পার্লামেন্টে কর বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব নিয়ে যখন ভোটাভুটি চলছিল, ঠিক সে সময় রণক্ষেত্রে পরিণত হয় পার্লামেন্ট সংলগ্ন এলাকা। কর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু করে জনতা। আর তা থামাতে বিক্ষুব্ধদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ, এমনকি চালায় গুলিও। এতে পাঁচজন গুলিবিদ্ধ ও অন্তত ৩১ জন আহত হয়। আজ মঙ্গলবার (২৫ জুন) দেশটির পার্লামেন্ট ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে উদ্বেগ প্রকাশ করেছে ১০টি পশ্চিমা দেশ। খবর এএফপির।
ফরাসি সংবাদ সংস্থাটি দুটি পৃথক প্রতিবেদনে জানিয়েছে, প্রস্তাবিত কর বৃদ্ধি নিয়ে কেনিয়ায় বিক্ষোভের সময় পাঁচজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এ সময় ৩১ জন আহত হয়। কেনিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন এবং অ্যামনেস্টি কেনিয়া অন্তর্ভুক্ত এনজিওগুলোর বিবৃতির বরাতে এ তথ্য জানায় এএফপি।
বলা হয়েছে, ১০টিরও বেশি পশ্চিমা দেশ কেনিয়ায় সহিংসতায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ বলে জানিয়েছে। কানাডা, জার্মানি, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১৩টি দেশের দূতাবাস ও কূটনৈতিক মিশন যৌথ বিবৃতিতে বলেছে, তারা ‘কেনিয়ার পার্লামেন্টের বাইরের দৃশ্য দেখে হতবাক।’