১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে অরবিন্দ কেজরিওয়াল
আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) মদনীতি মামলায় ১৪ দিনের জুডিশিয়াল কাস্টডিতে (বিচার বিভাগীয়) পাঠিয়েছেন আদালত। আজ শনিবার (২৯ জুন) দিল্লির বিশেষ জজ আদালতে বিচারক সুনেনা শর্মা এই আদেশ দেন। খবর এনডিটিভির।
আদালতে রিমান্ড আবেদনে সিবিআই জানায়, কেজরিওয়াল তদন্তে সহযোগিতা করছেন না। প্রশ্নের জবাব এড়িয়ে যাচ্ছেন। তদন্ত ও ন্যায়বিচারের জন্য তাকে রিমান্ডে রাখতে হবে।
গত বুধবার আবগারি (মদ) মামলায় সিবিআই অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির রৌজ অ্যাভিনিউয়ের আদালত থেকে গ্রেপ্তার করে। এরপর ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডির করা মামলায় তার জামিনের আবেদন চ্যালেঞ্জ করে যে পিটিশনটি সুপ্রিম কোর্টে দায়ের করেছিলেন, সেটি প্রত্যাহার করেন কেজরিওয়াল। রৌজ অ্যাভিনিউ আদালতের জামিন আদেশ হাইকোর্টে স্থগিত হওয়ায় এর বিরুদ্ধে আরও জোরাল আপিল করতে এই আবেদন প্রত্যাহার করে নেন। এই তিন দিন সিবিআইয়ের হেফাজতে ছিলেন কেজরিওয়াল।
এর আগে চলতি বছরের ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে ইডি। পরে ১০ মে সুপ্রিম কোর্টের নির্দেশে ২১ দিনের জামিন পান তিনি। লোকসভা নির্বাচনের জন্য এই তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন আদালত। সেই জামিনের সময় শেষ হলে কেজরিওয়ালকে আবারও কারাগারে পাঠানো হয়।