মেলায় নির্মলেন্দু গুণের ‘কবিতাকুঞ্জ’
একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে কবি নির্মলেন্দু গুণের নতুন কবিতার বই ‘কবিতাকুঞ্জ’। বইটি প্রকাশ করেছে বিভাস প্রকাশনী। এ ছাড়া মেলা শুরুর কদিন আগেই কাকলী প্রকাশনী থেকে বেরিয়েছে কবির রচনাবলীর নবম ও দশম খণ্ড। এবারের মেলাতে কবির রচনাবলীর ১০টি খণ্ডই পাওয়া যাচ্ছে কাকলী প্রকাশনীর স্টলে।
এ ছাড়া কবি নির্মলেন্দু গুণের একাধিক বই একাধিক প্রকাশনী থেকে পুনর্মুদ্রিত হয়েছে। ই-বুকও প্রকাশ হয়েছে কয়েকটি পুরোনো বইয়ের। তবে পুনর্মুদ্রণের খবর তেমনটা রাখেন না বলেই জানালেন কবি নির্মলেন্দু গুণ।