আলিম আজিজের অনুবাদে নাজিম হিকমতের উপন্যাস
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/02/03/photo-1549172870.jpg)
‘এই সময়ে আমাদের নাজিম পাঠ বড় জরুরি’, এমনটাই মনে করেন লেখক ও অনুবাদক আলিম আজিজ। এবারের একুশের বইমেলায় প্রথমা প্রকাশনী থেকে বেরিয়েছে তাঁর অনূদিত তুর্কি লেখক নাজিম হিকমতের আত্মজৈবনিক উপন্যাস ‘জীবন বড় সুন্দর, ব্রাদার’।
বইটি সম্পর্কে তুরস্কেরই সাম্প্রতিক সময়ের খ্যাতিমান লেখক ও নোবেলজয়ী ওরহান পামুক লিখেছিলেন, ‘তুরস্কের প্রথম আধুনিক ও ইউরোপীয় উপন্যাস : এর দিগন্ত শুধু তুরস্কের জাতীয় বিষয়-আশয়েই সীমাবদ্ধ থাকেনি, এ উপন্যাস অনুসন্ধান করেছে জীবনের, মৌলিক অধিকারের, আর এর নায়করা বসবাস করে অসাম্প্রদায়িক বিশ্বজনীন এক সমাজে।’
বইটি সম্পর্কে অনুবাদক আলিম আজিজ নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: ‘১৯২৫ সাল। ইজমিরে এক পাথরের তৈরি ঘরে আরেক কমিউনিস্ট বন্ধু ইসমাইলের সঙ্গে আত্মগোপন করে আছে আহমেত। মৃত্যুর জন্য অপেক্ষা করছে—পুলিশও খুঁজছে বাইরে...এ রকমই এক ঘোরের মধ্যে মাথার কাছে এসে দাঁড়ায় প্রেমিকা আনুশকা, যাকে একদিন কোনো কিছু না বলেই নিরুদ্দেশ হয়ে গিয়েছিল আহমেত। অথচ চীনা সহপাঠীকে টেক্কা দিয়েই এই নারীর মন জয় করেছিল সে। কিন্তু আনুশকা কি চীনা সি-ইয়া-উকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছিল? আনুশকা নিজ মুখেই স্বীকার করেছিল সি-ইয়া-উর সঙ্গেও শুয়েছে সে—নাকি তার ঈর্ষা উসকে দেওয়ার জন্যই হেয়ালি করেছিল আনুশকা। কিছুতেই নিশ্চিত হতে পারে না... অন্যদিকে ফিরে ফিরে আসছে বন্ধু ইসমাইলের বন্দি জীবনের নিষ্ঠুর স্মৃতিও। ইসমাইলের অন্তঃসত্ত্বা স্ত্রী স্বামীর ফেরার দিন গুনে আর স্বগতোক্তির মতো বলে যায় স্বামীর আউড়ানো কথা : ‘জীবন বড় সুন্দর, ব্রাদার’। একইসঙ্গে আত্মজৈবনিক এ উপন্যাসে নাজিম, আহমেত আর ইসমাইলের জবানীতে হাজির হয়েছেন বারবার, একইসঙ্গে এই উপন্যাস তুরস্কের কমিউনিস্টবিরোধী নির্যাতন আর দুঃশাসনের এক নির্মম দলিলও।”
বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। আর এর দাম ৪০০ টাকা। তবে মেলায় ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।