বইমেলায় ইকবাল পারভেজের প্রথম কাব্যগ্রন্থ ‘নদী পাঠ’

দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন ইকবাল পারভেজ। এবারের বইমেলায় নিভৃতচারী এ কবির প্রথম কাব্যগ্রন্থ ‘নদী পাঠ’ প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছে সময় প্রকাশন। প্রচ্ছদ ধ্রুব এষ।
কাব্যগ্রন্থের ফ্লাপে বলা হয়েছে সহজ করে কবিতা লেখার এমন কঠিন কাজটি দীর্ঘদিন নিরলসভাবে করে যাচ্ছেন কবি ইকবাল পারভেজ। তিনি কবিতা লিখেন অতিপরিচিত শব্দসহযোগে। সরল বাক্যে তিনি পঙক্তির পর পঙক্তি সাজান। তাঁর বেশির ভাগ কবিতার ভেতরে ক্ষুদ্র হলেও একটি গল্প থাকে। কবিতার শেষবাক্যে পাঠককে চমকে দেওয়ার প্রবণতা তাঁর রয়েছে। গ্রন্থভুক্ত কবিতাগুলোয় গ্রামীণ জীবনের অনুষঙ্গের পাশাপাশি স্থান পেয়েছে নাগরিক শূন্যতাবোধ ও রিক্ততার কথা। প্রেম, বিরহ, দ্রোহ, স্বদেশপ্রেম, ক্লেদ, ক্ষয়িত জীবনের কাব্যিক দৃশ্যাবলি এবং দর্শন নিয়ে ‘নদী পাঠ’ পাঠকের কাছে যাচ্ছে। কাব্যিকতাকে অক্ষুণ্ন রেখে সহজ ভাষায় লেখা ইকবাল পারভেজের কবিতাগুলো পাঠকের কাছে বিশেষভাবে আদৃত হবে-এ প্রত্যাশা রইল।
উল্লেখ্য, এ গ্রন্থটির পাণ্ডুলিপি এ বছর সৃজনশীল শাখায় চাঁদপুর জেলা প্রশাসক পাণ্ডুলিপি পুরস্কার পেয়েছে।