বইমেলায় মীমের টুপিটুন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/02/03/photo-1549198608.jpg)
তরুণ লেখক মীম নোশিন নাওয়াল খানের নতুন বই টুপিটুন। এবারের অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাচ্ছে । বইটি প্রকাশ করেছে বিদ্যাপ্রকাশ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।
মীম নোশিন নাওয়াল খান জানান, তাঁর শিশু-কিশোর গল্প মীনা মিডিয়া অ্যাওয়ার্ডপ্রাপ্ত ছয়টি গল্প এবং আরো অনেক শিশু-কিশোর উপযোগী গল্প নিয়ে সাজানো হয়েছে টুপিটুন। শিশু-কিশোর উপযোগী হলেও গল্পগুলো সব বয়সী পাঠকদের আনন্দ থেকে দেবে, উন্মোচন করবে ভাবনার নতুন জগত।