শিশুসাহিত্য নিয়ে আহমাদ মাযহারের প্রবন্ধের বই
এবারের একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে প্রাবন্ধিক আহমাদ মাযহারের শিশুসাহিত্য বিষয়ক একটি প্রবন্ধের বই। ‘শিশুসাহিত্য : মনন ও মণীষা’ নামের বইটি প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমি। লেখক বলেন, ‘বইটি বাংলাদেশের শিশুসাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনামূলক প্রবন্ধ এবং কয়েকটি বই-সমালোচনার সংকলন।’
আহমাদ মাযহারের আরো একটি বই বেরুনোর অপেক্ষায় রয়েছে। ‘ছোটদের কবিতাসংগ্রহ’ শিরোনামে তাঁর এই বইটি বের করবে কথাপ্রকাশ। লেখকের তিনটি ছোটদের কবিতাসংকলনের সংগ্রহ হবে এই বইটি।