মেলায় সংগীতশিল্পী মানিকের দুই বই
অমর একুশে গ্রন্থমেলায় সংগীতশিল্পী আমিরুল মোমেনীন মানিকের দুটি বই প্রকাশ পেয়েছে। তাঁর ‘রাত নেমেছিলো বুকে’ গদ্যগল্পে চারপাশে ঘটে যাওয়া নারীর জীবনের স্পর্শকাতর ঘটনা নারীর বয়ানে খোলামেলাভাবে তুলে ধরা হয়েছে।
বইটিতে মোট আটটি গদ্য রয়েছে। শব্দপ্রয়োগ ও কাহিনী উপস্থাপনের চমৎকারিত্ব পাঠককে নিয়ে যাবে ভিন্ন এক জগতে। প্রকাশ করেছে বর্ষাদুপুর।
অন্যদিকে, শিশুদের জন্য ‘সবুজ পরীর গান’ শিরোনামে একটি বই লিখেছেন মানিক। ছড়াগানের এ বইটির পাতায় পাতায় চমৎকার সব ছবি এঁকেছেন মোমিনউদ্দীন খালেদ। বইটি বড়দেরও নিয়ে যাবে হারিয়ে যাওয়া শৈশবে। এ বইটিও প্রকাশ করেছে বর্ষাদুপুর।
গান গাওয়ার পাশাপাশি সাংবাদিকতা ও নিয়মিত বই লিখছেন আমিরুল মোমেনীন মানিক।