দৃকে রাশেদ রাশিবের প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/26/photo-1453803304.jpg)
দৃক গ্যালারিতে ২৫- ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে তরুণ আলোকচিত্রী রাশেদ রাশিবের প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী। “Enlighten” শিরোনামের এই আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে গতকাল, যা আজকে শেষ হবে।
রিসার্চ অ্যাডভান্সমেন্ট অব কমপ্লিট এডুকেশনের (রেস)সহযোগিতায় সারাদেশের প্রত্যন্ত অঞ্চলের ১৬টি জেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের হাসি, কান্না, আনন্দ-বেদনার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে আলোকচিত্রগুলোতে।
গতকাল প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। পার্বত্য অঞ্চল, হাওড় অঞ্চল ও সীমান্তবর্তী এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছবিসহ মোট ৪০টি ছবি প্রদর্শিত হচ্ছে। দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দৃক গ্যালারির ৩য় তলায় প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
রাশেদ রাশিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত। তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক। এর আগে ২০টিরও বেশি সম্মিলিত আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি।