টাঙ্গাইলে স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা শুক্রবার
টাঙ্গাইল সাহিত্য সংসদ স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছে। আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় টাঙ্গাইলের সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। সাহিত্য সংগঠনের ৩৭৬তম অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে এই তথ্য জানিয়েছেন টাঙ্গাইল সাহিত্য সংসদ সভাপতি মাহমুদ কামাল।
বুরো বাংলাদেশের সৌজন্যে আয়োজিত ভারতের পশ্চিমবঙ্গের কবি সুধেন্দু মল্লিকের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে এই স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা। কালিহাতী সাধারণ পাঠাগার সম্পাদক জহুরুল হক বুলবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন কথাসাহিত্যিক, নাট্যকার ও সাবেক অতিরিক্ত সচিব গোলাম শফিক।
সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট বলছে, পাক্ষিক স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতার ৩৭৬তম অনুষ্ঠানে তার আগের পর্বের শ্রেষ্ঠ ছয় কবিকে যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা ও লেখক আনোয়ার-উল-আলম শহীদ স্মৃতি পুরস্কার, অ্যাডভোকেট জাফর আহমেদ প্রদত্ত মজলুমের কণ্ঠ পুরস্কার, কবি জাকিয়া পারভিন প্রদত্ত বীর মুক্তিযোদ্ধা মোমিনুর রহমান স্মৃতি পুরস্কার, প্রফেসর ড. পিনাকী দে প্রদত্ত রাজনীতিক অ্যাডভোকেট তারাপদ দে স্মৃতি পুরস্কার, জাকির মোস্তাফা প্রদত্ত শবনম মোস্তাফা স্মৃতি পুরস্কার ও নূরজাহান ফাউন্ডেশন প্রদত্ত ফজলুল করিম স্মৃতি পুরস্কার দেওয়া হবে।
এ ছাড়া অংশগ্রহণকারী কবিদের মধ্য থেকে শ্রেষ্ঠ তিন আবৃত্তিকারকে বুরো বাংলাদেশ পুরস্কার, অ্যাডভোকেট নীহার সরকার প্রদত্ত কবি শ্যামল সেন স্মৃতি পুরস্কার ও অধ্যাপক ডা. শহীদুর রহমান শাহীন প্রদত্ত মৃন্ময় লিটলম্যাগ পুরস্কার দেওয়া হবে।
অনুষ্ঠানে বেগম রোকেয়া ইসলাম প্রদত্ত শ্রেষ্ঠ শ্রোতা-দর্শক ক্যাটাগরিতে দুটো পুরস্কার দেওয়া হবে।