আজব দেশে বাস করি, চিকিৎসার জন্যও আন্দোলন করতে হয়
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমরা এমন এক আজব দেশে বাস করছি যেখানে মানুষের চিকিৎসার জন্য আন্দোলন করতে হয়। খালেদা জিয়াকে তিলে তিলে মারার চেষ্টা করা হচ্ছে।’
বিএনপিনেতা আরও বলেন, ‘আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে। আমাদের দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এখন গণতন্ত্রের জন্য আমাদের যুদ্ধ করতে হবে। আপনারা প্রস্তুত থাকবেন। যেকোনো মুহূর্তে আন্দোলনের ডাক আসবে।’
আজ শুক্রবার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবিতে জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে শহরের নতুন হাটে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হকের সভাপতিত্বে এ সমাবেশ হয়।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘এদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা মুক্তি পায়, অথচ তিনবারের প্রধানমন্ত্রী তাঁর সুচিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন না। উনারা আইন দেখায়।’
বিএনপি আগামী কোনো নির্বাচনে অংশ নেবে না উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘একতরফা নির্বাচন প্রতিহত করা হবে। তত্ত্বাবধায়ক সরকার গঠন না করলে কোনো নির্বাচনে বিএনপি আর অংশগ্রহণ করবে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, রাজশাহী বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, বিএনপির সাবেক সংসদ সদস্য জাহান পান্না, জয়পুরাহটের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র ফজলুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, জাহেদা কামাল প্রমুখ।