আজমিরীগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশত
আধিপত্য বিস্তার নিয়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। পুলিশ শটগানের ৮০টি ফাকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, নোয়াগড় গ্রামের সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়া ও একই গ্রামের আক্তার মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের মধ্যে মাসখানেক আগেও সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের শতাধিক লোকজন আহত হয়েছিল। এর জের ধরে আজ সকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিমের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদারসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম জানান, পূর্বের বিরোধের জের ধরেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮০ রাউন্ড শটগানের ফাকা গুলি ছুড়ে। এ ঘটনায় জড়িত পাঁচ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।