আজ থেকে সড়ক আইন কার্যকর : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন আইন আজ রোববার থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার সকালে রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) অডিটোরিয়ামে সড়ক নিরাপত্তা ও সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
সড়কে বিশৃঙ্খলার জন্য মোটরসাইকেলকে দায়ী করে মন্ত্রী বলেন, ‘সড়কে বিশৃঙ্খলার জন্য মোটরসাইকেল দায়ী। তারা নিজেদের পথের রাজা মনে করে। এটা একটা উপদ্রব। আমরা যে পারি না, তা না। এখন ঢাকা শহরে কোথাও হেলমেটছাড়া চালক-যাত্রী পাবেন না। আর যারা বাইকে হেলমেট পরে না, তারা হলো রাজনৈতিক কর্মী। এখন আগের চেয়ে উল্টো পথে চলার অভ্যাস কমেছে। ভিআইপি বিড়ম্বনাও অনেক কমেছে।’
ওবায়দুল কাদের বলেন, এ আইন করা হয়েছে সড়কের শৃঙ্খলার জন্য। দেশের কাঠামোগত উন্নয়ন হচ্ছে, কিন্তু সমস্যা সড়কে। আজ থেকে কার্যকর হচ্ছে নতুন সড়ক পরিবহন আইন-২০১৮।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘যারা রাস্তায় কোনো অপরাধ-অপকর্ম করবে না, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা ভয়টা দেখাব যাতে তারা শাস্তির ভয় পেয়ে আইন ভঙ্গ করতে নিরুৎসাহিত হয়।’