আবদুল মাজেদের ফাঁসি যেকোনো সময় : স্বরাষ্ট্রমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/12/17/home-min-asaduzzaman-kamal.jpg)
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া অন্যতম আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি যেকোনো সময় কার্যকর করা যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আজ বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতি মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেওয়ায়, যেকোনো সময় খুনি মাজেদের ফাঁসির রায় কার্যকর করা যাবে। তবে, কখন তা করা যাবে, এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এখনো সময় নির্ধারণ করা হয়নি।
এর আগে গতকাল বুধবার রাতে খুনি আবদুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
কারাকর্তৃপক্ষের মাধ্যমে গতকাল বুধবার মাজেদ প্রাণভিক্ষার আবেদনটি করেন। এরপর প্রাণভিক্ষার আবেদনটি রাতেই খারিজ করে দেন রাষ্ট্রপতি। এর ফলে এ দণ্ড কার্যকরে আর কোনো বাধা রইল না। গতকাল রাতে প্রাণভিক্ষার বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।
মাহবুবুল ইসলাম বলেন, ‘ফাঁসির সেলে থাকা বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদ আমাদের (কারা কর্তৃপক্ষ) মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছেন।’
এদিকে গতকাল ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে মাজেদকে আনা হলে বিচারক হেলাল উদ্দিন চৌধুরী মাজেদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড পরোয়ানা জারি করেন। এরপর মৃত্যুদণ্ড পরোয়ানা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
গত মঙ্গলবার দুপুরে মাহবুবুল ইসলাম বলেছিলেন, গত সোমবার রাতে রাজধানীর মিরপুর থেকে আবদুল মাজেদকে গ্রেপ্তার করা হয়। এরপর গত মঙ্গলবার সন্ধ্যা থেকে তাকে কেন্দ্রীয় কারাগারের ফাঁসির সেলে রাখা হয়েছে। এখনো সে ওই সেলে আছে।