আবরার হত্যায় নির্ভুল চার্জশিট দেওয়ার চেষ্টা করেছি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনার নৃশংসতার দিক বিবেচনায় রেখে আইনশৃঙ্খলা বাহিনী একটি নির্ভুল চার্জশিট দেওয়ার চেষ্টা করেছে। আমার বিশ্বাস, তারা (আইনশৃঙ্খলা বাহিনী) এ মামলায় আদালতে একটি নির্ভুল চার্জশিট দিতে পেরেছে।’
আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে তিনি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
আবরার ফাহাদ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা আজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগে ২৫ জনকে আসামি করা হয়েছে। এ অভিযোগপত্রের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্তকারী কর্মকর্তার কাজ হচ্ছে তদন্ত করে আদালতে অভিযোগপত্র পেশ করা। বিচার নিষ্পত্তি করবেন আদালত। আমাদের কাজ শেষ হয়েছে। এখন আদালত বিচার করবেন। আমরা আশা করছি, আদালতে ন্যায়বিচার নিশ্চিত হবে। অভিযুক্তরা সর্বোচ্চ সাজাই পাবে।’
পলাতক আসামিদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তারা যেখানেই থাকুকম পালিয়ে থাকতে পারবে না। তাদের ধরা পড়তেই হবে। দেশের বাইরে যেতে পারে না, এ বিষয়ে আমরা মোটামুটি নিশ্চিত। দেশেই কোথাও পালিয়ে রয়েছে।’
সড়ক পরিবহন আইন কার্যকরের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত ১ নভেম্বর থেকে আইনটি কার্যকর করা হয়েছে। তবে আইনটি সম্পর্কে সবাইকে একটি স্বচ্ছ ধারণা দিতেই একটু সময় নেওয়া হচ্ছে। ট্রাফিক পুলিশের যে দায়িত্বটি, তারা তা পূর্ণভাবেই পালন করছে। তাদের মধ্যে আন্তরিকতার অভাব নেই, প্রচেষ্টায়ও দুর্বলতা দেখছি না। শিগগিরই আইনটি পুরোপুরি কার্যকর হবে।’
দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান সম্পর্কে জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘অভিযান চলমান রয়েছে। তথ্যভিত্তিক অভিযান চালানোর জন্য আমরা নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই তথ্য পাচ্ছে, সেখানেই অভিযান চালানো হচ্ছে।’