আবহাওয়া ভাল, সব পথে নৌযান চলাচল শুরু : বিআইডব্লিউটিএ

ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে টানা তিন দিন বন্ধ থাকার পর আজ সোমবার সকাল থেকে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান গণমাধ্যমকে জানান, আবহাওয়া অনেকটা স্বাভাবিক হওয়ায় ও অনুকূলে থাকায় আজ সকাল ৬টা থেকে সারা দেশের অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিএ এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে গতকাল রোববার নোটিশ পাঠিয়েছিল বলেও জানান এই কর্মকর্তা।
ঘূর্ণিঝড়ের কারণে গত শুক্রবার সব রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহাণির ঘটনা ঘটেছে। ঝড়ে উপড়ে পড়া গাছচাপায় ও পানিতে ডুবে আট জেলায় ১৩ জনের প্রাণহাণি ঘটেছে।