আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে তিনটি ইউনিটে অগ্নিকাণ্ড, একটির উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রে আজ রোববার বিকেলে আগুন লেগে তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে দুটি সচল হলেও একটিতে উৎপাদন বন্ধ রয়েছে। বিকেল সাড়ে ৫টা থেকে ৭টার মধ্যে দুই দফায় এ অগ্নিকাণ্ড ঘটে।
আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (কারিগরি) প্রকৌশলী বদি উজ্জামান জানান, আনুমানিক বিকেল সাড়ে ৫টায় হঠাৎ বিদ্যুৎকেন্দ্রের গ্যাস ইঞ্জিন ইউনিটের সুইচ ইয়ার্ডের কারেন্ট ট্রান্সফারে অগ্নিকাণ্ডে বিকট শব্দ হয়ে প্রাথমিকভাবে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট এবং ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিসিপিপি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৭টা ৫ মিনিটে ২৩০ কেভি বাসবারে কারেন্ট ট্রান্সফারে তেল লিকেজ হয়ে ২২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মডিউলার পাওয়ার প্লান্ট এবং ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান বলেন, ঘটনার পর আমাদের বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীদের প্রচেষ্টায় রাত ৮টার মধ্যে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট, ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিসিপিপি ইউনিট, ২২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মডিউলার পাওয়া প্লান্টের বিদ্যুৎ উৎপাদন চালু করা হয়েছে।
তবে ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫ নম্বর ইউনিটের উৎপাদন এ রিপোর্ট লেখা পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। ৫ নম্বর ইউনিটের উৎপাদন কবে নাগাদ চালু হবে তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ।
তবে কেন এই ঘটনা ঘটল, এ ব্যাপারে প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত না করে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।