উরুগুয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/15/president.jpg)
উরুগুয়ের রাষ্ট্রপ্রধানের ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্থানীয় সময় শুক্রবার সকালে দেশটির রাজধানী মন্টেভিডিওতে পৌঁছেছেন।
বঙ্গভবনের এক মুখপাত্র টেলিফোনে ইউএনবিকে বলেন, ‘রাষ্ট্রপতিকে বহনকারী একটি ভিভিআইপি বিমান শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে (স্থানীয় সময়) মন্টেভিডিও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জুলফিকার রহমান।
এর আগে বুধবার সকালে লন্ডন এবং উরুগুয়ের উদ্দেশে রাষ্ট্রপতি আবদুল হামিদ ১১ দিনের সফরে ঢাকা ত্যাগ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, উরুগুয়ে থেকে ফিরে আগামী ৫-৬ মার্চ লন্ডনে রাষ্ট্রপতি হামিদের কিছু ব্যক্তিগত কর্মসূচিতে যোগদান করার কথা রয়েছে। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।
আগামী ৭ মার্চ রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।