একটি বাসের জন্য হাজারো মানুষের অপেক্ষা!

রাজধানীতে হঠাৎ করে পরিবহন ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। আজ বুধবার সকাল থেকে বাস, প্রাইভেটকার, সিএনজিসহ সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকায় রাজধানীর সাইনবোর্ড এলাকা থেকে গুলিস্তান পর্যন্ত হাজার হাজার মানুষ বিকল্প মাধ্যমে চলাচল করছে। অনেকে রিকশা-ভ্যানগাড়িতে করে অথবা হেঁটে নিজেদের গন্তব্যে রওনা হন। অনেকে আবার গাড়ি চলাচল বন্ধ থাকায় বাসায় ফিরে যাচ্ছেন।
এদিকে, বেশ কয়েকটি সিএনজি চলাচল করতে চাইলেও পরিবহনের লোকদের বাধার মুখে পড়ে।
একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন সাঈদ আহমেদ। তিনি বলেন, ‘কোনো গাড়ি নেই। সকাল থেকে এক ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে আছি, এখনো অফিসে যেতে পারছি না।’
শামীমা আক্তার নামের এক নারী বলেন, ‘এককথায় নৈরাজ্য চলছে। সাইনবোর্ড থেকে ভ্যানগাড়িতে করে যাত্রাবাড়ী এলাম। এখন রিকশায় করে পল্টন যাব।’
এর আগে গত রোববার নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের পর থেকে দেশের বিভিন্ন জেলায় বাস শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন এলাকার মানুষ।
আগের আইন কঠোর করে ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাস করা হয় ‘সড়ক পরিবহন বিল-২০১৮’। এতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দায়ীদের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
এ আইন চলতি বছরের ১ নভেম্বর থেকে কার্যকর হলেও এটি সম্পর্কে সবার স্বচ্ছ ধারণা না থাকার কারণ দেখিয়ে আরো দুই সপ্তাহ পর গত রোববার থেকে পুরোপুরি কার্যকর করে সরকার। এর পর থেকেই বিভিন্ন জেলায় শ্রমিকরা স্বেচ্ছায় কর্মবিরতি শুরু করেন।