এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা ও মাস্ক বিতরণ
এনটিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে গাছের চারা ও মাস্ক বিতরণ করা হয়েছে। ঢাকার কেরানীগঞ্জ, ফরিদপুর ও নোয়াখালীতে আজ সোমবার করোনাভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে এসব বিতরণ করা হয়।
আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন
মো. দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ : এনটিভির ১৯ বছরে পদার্পণ উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে দিনব্যাপী মাস্ক বিতরণের আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় এলাকায় বিভিন্ন পেশার মানুষের মধ্যে এই মাস্ক বিতরণ করা হয়। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় দুই হাজার পিস মাস্ক স্থানীয় বিভিন্ন মানুষের মধ্যে বিতরণ করা হয়।
আজ সকালে স্থানীয় সাংসদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষে কেরানীগঞ্জ প্রেসক্লাবে মাস্ক বিতরণের উদ্বোধন করেন জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি সাকুর হোসেন সাকু।
এ সময় এনটিভির কেরানীগঞ্জ প্রতিনিধি মো. দেলোয়ার হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালামসহ কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত অতিথিরা এনটিভির বস্তুনিষ্ঠতা ও সুষ্ঠু সংবাদ পরিবেশনের প্রশংসা করেন। এনটিভি পরিবারের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেবনাথ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ম. ই. মামুন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক শফিক চৌধুরী। কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক রায়হান খান রাকিব হোসেন, আবু জাফর, মো. শহিদুল ইসলাম বিপ্লব, এরশাদ হোসেন, মোহাম্মদ লিটন খান ও ইমন।
এ ছাড়া পৃথকভাবে শুভেচ্ছা জানিয়েছেন কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুসলিম ঢালীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সঞ্জিব দাস, ফরিদপুর : ফরিদপুর শহরের বিভিন্ন সরকারি অফিসের সামনে বনজ, ঔষধি ও ফলদ গাছের চারা রোপণ করা হয়। ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান আজ দুপুরে পুলিশ লাইন্সের ভেতরে একটি জলপাই গাছের চারা রোপণ করেন।
এ ছাড়া শহরের প্রেসক্লাবের সামনে, জনতা ব্যাংকের মোড়, সিভিল সার্জন অফিসের সামনে নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাসের আয়োজনে এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জলিল, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকি, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, মানবতার কবি আলীম আল রাজী আজাদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডা. মো. নাদিম, ৭১ টিভির ফরিদপুর প্রতিনিধি মনিরুল ইসলাম টিটু, আরটিভির স্টাফ রিপোর্টার জাকির হোসেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, রুবেল ইসলাম প্রমুখ। এ সময় অতিথিরা এনটিভির সাফল্য কামনা করেন।
মো. মাসুদ পারভেজ, নোয়াখালী : নোয়াখালীতে দিনটি উপলক্ষে জেলার প্রধান প্রধান সড়কে মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলার মাইজদী, বেগমগঞ্জ চৌরাস্তা ও বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে সাধারণ মানুষের মধ্যে এ মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) শাহ ইমরান, বেগমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার, ট্রাফিক পুলিশের পরিদর্শক এস এম কামরুল হাসান।
উপস্থিত সবাই এনটিভির বর্ষপূর্তিতে শুভেচ্ছা এবং মাস্ক বিতরণে ধন্যবাদ জানান।