এবার ট্রাক ধর্মঘটের ডাক

দেশের বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধের পর এবার সারা দেশে ট্রাক ধর্মঘটের ডাক এসেছে। বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নতুন সড়ক পরিবহন আইন স্থগিত রাখাসহ ৯ দফা দাবিতে কাল বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডেকেছে।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান।
শাস্তির মাত্রা বাড়িয়ে নতুন সড়ক পরিবহন আইন প্রণয়নের শুরু থেকেই বিরোধিতা করে আসছিলেন পরিবহন মালিক-শ্রমিকরা। রুস্তম আলী খান আজ সংবাদ সম্মেলনে বলেন, সড়ক পরিবহন আইন স্থগিত করে মালিক-শ্রমিকদের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে জরিমানার বিধান ও দণ্ড উল্লেখ করে সঠিক আইন প্রণয়ন করতে হবে।
ট্রাক মালিক-শ্রমিকরা সড়ক পরিবহন আইন প্রত্যাখ্যান করছে কি না—এ প্রশ্নের জবাবে তাঁরা জানান, পুরো আইন প্রত্যাখ্যান করছেন না তাঁরা, তবে কিছু ধারার সংশোধন চান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হালকা যানের লাইসেন্স দিয়ে ভারী যান চালানো যায় না। কিন্তু ভারী যান চালানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) লাইসেন্সও দিচ্ছে না। আর হালকা যানের লাইসেন্স দিয়ে ভারী গাড়ি চালাতে গেলেই ২৫ হাজার টাকা জরিমানা করা হচ্ছে। একজন শ্রমিক কীভাবে এত টাকা দেবেন?
নতুন সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারা সংশোধন করতে হবে। এর মধ্যে সড়ক দুর্ঘটনার মামলায় চালকের বিরুদ্ধে অজামিনযোগ্য শাস্তির ধারা পরিবর্তন করে জামিনযোগ্য করা, চালকের ভারী লাইসেন্স পাওয়া সহজলভ্য করা অন্যতম।
সংবাদ সম্মেলনে ট্রাক-কাভার্ডভ্যান ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন, সদস্য সচিব তাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
নতুন সড়ক পরিবহন আইনের বিষয়ে বলা হয়, যে আইন করা হয়েছে, তা বাংলাদেশে চলে না। কারণ, এ আইন করার আগে সব ধরনের অবকাঠামো ঠিক করা উচিত ছিল।
একই দাবিতে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো দেশের বিভিন্ন জেলায় যানবাহন চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।