এরিককে অবরুদ্ধ করে রাখার অভিযোগ অস্বীকার কাদেরের

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের ছেলে এরিক এরশাদকে অবরুদ্ধ করে রাখা এবং অযত্নের অভিযোগ অস্বীকার করেছেন চাচা জি এম কাদের। তিনি বলেন, এ ব্যাপারে সময়মতো জবাব দেওয়া হবে।
গতকাল শুক্রবার এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে অভিযোগ করেন, তাঁর ছেলে এরিককে নাকি খাবারও খেতে দেওয়া হচ্ছিল না বহুদিন ধরেই। এরিক বিদিশার কাছে অভিযোগ করেছেন, তাকে নাকি শুধু দুপুরে এক বেলা খাবার খেতে দেওয়া হতো। এবং এরশাদ মারা যাওয়ার আগে যেসব মিনারেল ওয়াটার এবং বিস্কুট রেখে গিয়েছিলেন সেসব খেয়েই খিদে মেটাতেন এরিক।
এ ব্যাপারে আজ শনিবার সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির প্রতিনিধি সম্মেলনে বিষয়টি তুলেন সাংবাদিকরা।
এসব প্রশ্নের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন সময়মতো এরিক ও তার মা বিদিশা সিদ্দিকীর অভিযোগের জবাব দেওয়া হবে। কে, কেন এসব অভিযোগ করছে সময়মতো তা জানা যাবে।
জি এম কাদের বলেন, ‘আমি কোনো অভিযোগ মেনে নিচ্ছি না। এবং আমি বিশ্বাস করি, দেশবাসীও আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ মেনে নেবেন না। আমাদের স্বভাব-চরিত্র কেমন আপনারা জানেন, দেশবাসী জানেন। আমরা এই অভিযোগ নিয়ে ব্যতিব্যস্ত নই, উদ্বিগ্ন নই। আমরা সময়মতো আমাদের বিষয়গুলো আপনাদের জানাব।’