কারাবন্দিদের জীবনমান উন্নয়নে ৩ মাসব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

নেত্রকোনা জেলা কারাগারে বন্দিদের জীবনমান উন্নয়নের লক্ষে তিন মাসব্যাপী ইলেকট্রনিক ও হাউজ ওয়ারিং প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২ মে) দুপুরে এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
সমাজসেবা অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় কারাবন্দিদের তিন মাসব্যাপী ইলেকট্রনিক ও হাউজ ওয়ারিং প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এ সময় নেত্রকোনা পৌর মেয়র আলহাজ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আলাউদ্দিন, যুব উন্নয়নের উপপরিচালক, হারুন অর রশিদ, জেল সুপার মো. আনোয়ারুজ্জামান ও বেসরকারি কারা পরিদর্শক, উপজেলা ভাইস চেয়ারম্যান, চিকিৎসক ও কারা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক কারাগারের বিভিন্ন সেল ঘুরে দেখেন ও কারাবন্দিদের সার্বিক খোঁজখবর নেন। তিনি কারাগারের বিভিন্ন উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসকের উদ্যোগে জেলা কারাগারে বন্দিদের জন্য এর আগে সমাজসেবা অধিদপ্তর ও যুব উন্নয়নের সহযোগিতায় রাজ মিস্ত্রিসহ অন্যান্য প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হয়। বন্দিরা কারামুক্ত হয়ে যেন আবারও অপরাধের সঙ্গে জড়িত না হয়ে কর্মময় জীবন ফিরে পায় এ জন্যই এই উদ্যোগ বলে জানান জেলা প্রসাশক।