কাল-পরশু খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চায় ঐক্যফ্রন্ট

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন গুরুতর অসুস্থ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দের একটি তালিকা কারামহাপরিদর্শক (আইজি প্রিজন) বরাবর পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামীকাল সোমবার বা মঙ্গলবার তাঁরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান।
জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক জাহাঙ্গীর আলম মিন্টু এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ রোববার দুপুর ১টায় জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু কারাবন্দি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দের প্রথম পর্বে পাঁচজনের নামের তালিকা আইজি প্রিজন বরাবর জমা দেন। ঐক্যফ্রন্ট নেতাদের নামের তালিকাসহ চিঠিটি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এআইজি প্রিজন সুরাইয়া আক্তার গ্রহণ করেন।
আবেদনপত্রে বলা হয়, খালেদা জিয়া শারীরিকভাবে ভীষণ অসুস্থ। গত ২১ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের আট সদস্যবিশিষ্ট নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন। সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ বিধায় অত্যন্ত মানবিক কারণে স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাতের সম্মতি জ্ঞাপন করেন। তাঁর সূত্রমতে আগামীকাল ১৮ অথবা ১৯ নভেম্বর গুরুতর অসুস্থ খালেদা জিয়ার সঙ্গে প্রথম পর্বে নিম্নলিখিত নেতৃবৃন্দ সাক্ষাৎ করতে আগ্রহী। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
সাক্ষাতের জন্য যাঁদের নাম দেওয়া হয়েছে তাঁরা হলেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ও জেএসডির সহসভাপতি তানিয়া রব।
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।