কুড়িগ্রামে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অগ্নিকাণ্ডে পুড়ে এক বৃদ্ধার (৭০) মৃত্যু হয়েছে। এতে পাঁচটি গবাদিপশুও দগ্ধ হয়ে মারা গেছে।
গতকাল সোমবার রাতে উপজেলার তিলাই ইউনিয়নের গোপালপুর গ্রামে আব্দুল মজিদের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধা আব্দুল মজিদের মা।
জানা গেছে, মজিদের বাড়ির গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত। এতে তাঁর মায়ের ঘর ও আধাপাকা দুটি রুম এবং চারটি গরু ও একটি ছাগল দগ্ধ হয়ে মারা যায়।
মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারটির বাড়ি পরিদর্শন করেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার দেব শর্মা ও ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান।
এ সময় অগ্নিকাণ্ডের শিকার পরিবারটিকে ১০ হাজার টাকা, দুই বস্তা চাল ও শুকনো খাবার দেওয়া হয়।
ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান বলেন, ‘পরিবারটির আনুমানিক চার-পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা, দুই বস্তা চাল দিয়েছি। তা ছাড়া তাদের সহায়তার জন্য জেলা প্রশাসনের কাছে আমরা আবেদন করব।’