কুড়িগ্রামে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
কুড়িগ্রামের রৌমারীতে পুলিশি অভিযানে মোমেদুল ইসলাম (৪৩) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া মধ্যপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোমেদুল ইসলামের বাড়ি উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া মধ্যপাড়া গ্রামে।
রৌমারী থানার পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ জানান, টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় আসামির বিরুদ্ধে ২০০৭ সালে ১১ নভেম্বর একটি মামলা হয়। সেই থেকে আসামি মোমেদুল ইসলাম পলাতক ছিলেন। ২০১৬ সালের ২ ফ্রেরুয়ারি তাকে তিন বছরের সাজা দেন আদালত। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।