কোনো দুরভিসন্ধি আছে কি না, খতিয়ে দেখা দরকার

সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন, ‘এতে কোন দুরভিসন্ধি আছে কি না, তা খতিয়ে দেখা দরকার।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের বক্তব্যের জবাব তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘ট্রেনে একটা-দুটো দুর্ঘটনা হয়েছে সেজন্য ট্রেন বন্ধ করে দিতে হবে? গাড়িতে তো দুর্ঘটনা হয়, আমাদের বিরোধী দলের নেতা কি গাড়িতে চলবেন না? গাড়ি চলা বন্ধ করে দেবেন?’
শেখ হাসিনা বলেন, ‘এ দুর্ঘটনার পেছনে অন্য কোনোরকম দুরভিসন্ধি আছে কি না বা কোনো রকম চক্রান্ত আছে কি না, সেগুলো তদন্ত করা হবে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব। আমরা দেখি একটি ঘটনা ঘটনার সাথে সাথে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। সেটাই বা কেন ঘটে এটাও আমাদের ভেবে দেখতে হবে।’
পরে অধিবেশন সমাপ্তি সম্পর্কিত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।