খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতাকে হত্যা

ছবি : এনটিভি
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাকিলকে (৫২) হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে মেরুং ইউনিয়নের দুর্গম রেংকার্য্য এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. শাকিল মেরুং ইউনিয়নের মৃত সিরাজ মিয়ার ছেলে। গলায় গামছা পেচিয়ে হত্যার পর শাকিলের মৃতদেহ বাড়ির পাশের একটি গাছে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খায়ের নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহতের ছেলে মিন্টু মিয়া দাবি করেন, ‘দীর্ঘদিন ধরে জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে আমার বাবার (মো. শাকিল) বিরোধ চলছিল। এই নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের গঠিত কমিটির আজ শনিবার বিরোধপূর্ণ জমি পরিদর্শন করে বিরোধ নিষ্পত্তি করার কথা ছিল। কিন্তু তার আগেই আমার বাবাকে মেরে ফেলল।’
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, মেরং রেংকার্য্য এলাকায় আওয়ামী লীগ নেতা শাকিলকে হত্যার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার তদন্ত হচ্ছে।