খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বগুড়ায় বিএনপির সমাবেশ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় সমাবেশ চলছে। আজ বুধবার বুধবার সকাল ১০টা থেকেই বগুড়া শহরের বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন।
শহরের নবাববাড়ীতে দলের জেলা কার্যালয়ের সামনের সমাবেশস্থলে বুধবার দুপুর নাগাদ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন। বেলা পৌনে ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং ভাইস চেয়ারম্যান হেলালুজ্জামান তালুকদার সমাবেশে উপস্থিত হন।
বগুড়াসহ টাঙ্গাইল, হবিগঞ্জ, যশোর ও দিনাজপুরে বিএনপির সমাবেশ আজ। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত একই দাবিতে ৩২টি জেলায় সমাবেশ হবে। ২৪ ও ২৬ ডিসেম্বর বিভিন্ন বিভাগের জেলা সদরে প্রতিদিন ছয়টি এবং ২৮ ও ৩০ ডিসেম্বর প্রতিদিন সাতটি করে সমাবেশ হবে। এসব সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। প্রত্যেক জেলার জন্য পৃথক কমিটি গঠন করা হয়েছে। টাঙ্গাইলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে।