খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনার পাইকগাছা উপজেলায় সালাম গাজী (৫৫) নামের এক চিংড়ি ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের পূর্ব গজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালাম গাজী পূর্ব গজালিয়া গ্রামের বাসিন্দা।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক শেখ জানান, গতকাল রাতে সালামকে কুপিয়ে হত্যা করে পূর্ব গজালিয়া গ্রামের দুটি ঘেরের মাঝখানের রাস্তায় ফেলে রাখা হয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। তাঁর মাথায় কোপানোর চিহ্ন রয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড চালিয়েছে তা জানা যায়নি। পুলিশের ধারণা, সালামকে বাড়ি থেকে ডেকে নিয়ে এই হত্যাকাণ্ড চালানো হয়।