গরিব ও এতিমদের ঈদ উপহার দিল গুনক যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ পরিষদ

করোনা মহামারির কারণে কর্মহীন হয়ে পড়া অসহায়, গরিব ও এতিমদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং ঈদ উপহার দিয়েছে গুনক যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ পরিষদ।
গতকাল শনিবার ও আজ রোববার গুনক যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ পরিষদের সদস্যেরা এলাকার সম্মানিত ব্যক্তি ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এসব উপহার তুলে দেন। উপহারের গায়ে লেখা ছিল- ‘আল্লাহ’র পক্ষ থেকে আপনাদের রিজিক পৌঁছে দিলাম।’
বিতরণ করা ঈদ উপহারের মধ্যে ছিল পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি চিনি, এক কেজি তেল, এক কেজি আটা, এক কেজি ডাল, এক কেজি বনফুল ও কুলসুম সেমাই, ৫০০ গ্রাম সুজি, ২০০ গ্রাম গুঁড়ো দুধ, ২০০ গ্রাম বাদাম ও কিসমিসসহ মোট ১৫ কেজির প্যাকেট।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গুনক যুব উন্নয়ন ও সমাজ কল্যান পরিষদের প্রধান উপদেষ্টা মাস্টার আবদুল গফুর।
ঈদ উপহার বিতরণের বিষয়ে গুনক যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ পরিষদের সমন্বয়ক ও মূল উদ্যোক্তা মাহমুদুল হাসান বলেন, ‘ঈদ ধনী-গরিব সবার জন্য। আর ধনীদের সম্পদের মধ্যেই কিন্তু গরিবের হক রয়েছে। আমরা গুনক যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ পরিষদের প্রত্যেক সদস্য চেষ্টা করেছি যাতে আমাদের এলাকার কেউ খাবারের কষ্ট না পায়।’
মাহমুদুল হাসান আরও বলেন, ‘প্রতিবেশী যেন অভুক্ত ও অনাহারে না থাকে, সেজন্য কাজ করে যাচ্ছে আমাদের সেচ্ছাসেবকেরা। আমরা রমজানের শুরুতেও সবার ঘরে ঘরে গিয়ে খাবার পৌঁছে দিয়েছি। যা পুরো রমজান মাসে চালু ছিল।’
‘গুনক যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ পরিষদের উদ্দেশ্য হলো সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। অসহায়, গরিব, অসুস্থ, খেটে খাওয়া মানুষের পাশে থেকে তাদের সুখ, দুঃখের সাথী হওয়া। আর সেই লক্ষ্যে আমরা আমাদের চেষ্টা চলমান রাখব সব সময়’, বলেন মাহমুদুল হাসান।
রমজানের শুরু থেকেই সংগঠনের পক্ষ থেকে এলাকার অসহায় মানুষের দুয়ারে দুয়ারে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয় বলে জানান মাহমুদুল হাসান। এ ছাড়া গুনক যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে নিয়মিত অসুস্থ ও বেকার মানুষদের জন্য সহায়তা চলমান রাখা হয়েছে বলেও তিনি জানান।