গলায় বেল্ট পেঁচানো অবস্থায় ধানক্ষেতে মিলল যুবকের লাশ

ফরিদপুরের গোয়ালচামট এলাকার একটি ধানক্ষেত থেকে সৈকত মোল্লা (২৫) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে গলায় বেল্ট পেঁচানো অবস্থায় পড়ে থাকা লাশটি উদ্ধার করা হয়।
এদিকে নিহতের পরিবার জানায়, সৈকত মোল্লা গতকাল বৃহস্পতিবার বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। পরে সন্ধ্যার পর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এ সময় পরিবারের লোকজন রাত হয়ে যাওয়ার পরও সৈকত বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেন। সারারাত খুঁজে না পেয়ে পরিবারের লোকজন বাড়ি ফিরে আসেন। সকালে ঘটনাস্থলে গিয়ে নিহত সৈকতের লাশ শনাক্ত করে তাঁর পরিবার।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, আজ শুক্রবার সকালে শহরের গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডের রাস্তার পাশের ধানক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে গলায় বেল্ট পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এসআই নজরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, নিহত সৈকতকে শ্বাসরোধ করে হত্যার পরে তাঁর ইজিবাইক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
তদন্তের পর আসল ঘটনা জানা যাবে বলে জানান এসআই নজরুল ইসলাম।