গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমামসহ নিহত দুই
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমামসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার উপজেলার বক্তারপুর ইউনিয়নের পয়লানপুর এলাকায় কালীগঞ্জ-কাপাসিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও এলাকার আসু নেওয়াজ চৌধুরীর ছেলে মোটরসাইকেলের চালক হাফেজ সোহেল চৌধুরী (৩০) এবং জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকান্দি এলাকার আকাব আলীর ছেলে মো. নুর ইসলাম (৩৫)। এদের মধ্যে হাফেজ সোহেল চৌধুরী স্থানীয় ছোটদেউলিয়া মসজিদের ইমাম এবং নুর ইসলাম কৃষিশ্রমিক ছিলেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, দুপুরে জোহরের নামাজ পড়ানোর জন্য হাফেজ সোহেল বাড়ি থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ছোট দেউলিয়া মসজিদে যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ-কাপাসিয়া সড়কের পয়লানপুর এলাকায় ধান বহনকারী এক শ্রমিকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলের চালক হাফেজ সোহেল চৌধুরী ও কৃষিশ্রমিক নুর ইসলাম গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনেই মারা যান। নিহতদের লাশ তাদের স্বজনরা বাড়ি নিয়ে গেছে।