গাজীপুরে সৎভাইয়ের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পাতা কুড়ানোকে কেন্দ্র করে সৎভাইয়ের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অপর দুই ভাই আহত হয়েছেন। আজ শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
নিহতের কলেজছাত্রের নাম আরিফ শেখ (২৪)। তিনি কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আজমতপুর এলাকার সালদিয়া গ্রামের শরাফউদ্দিনের প্রথম পক্ষের ছেলে এবং গাজীপুর মেট্রোপলিটন কলেজে অনার্স (সম্মান) শ্রেণির শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি আরিফ গাজীপুর মহানগরীর হাড়িনাল এলাকায় ভাড়া থেকে জুতার ব্যবসা করতেন। আহত দুই ভাই হলেন বাবুল শেখ (৩৫) ও বুলবুল শেখ (৩০)।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ওই গ্রামের শরাফ উদ্দিন স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও তিন সন্তানের জননীকে দ্বিতীয় বিয়ে করেন। তারা একই এলাকায় পৃথক বাড়িতে বাস করেন। সম্প্রতি প্রথম স্ত্রী সোলেমা খাতুনের দুই প্রবাসী ছেলে দ্বিতীয় স্ত্রী দুধমেহেরের বাড়ির পাশে একখণ্ড জমি কিনেন। গতকাল শুক্রবার দুপুরে ওই জমিতে পাতা কুড়াতে যান সোলেমা খাতুন। এ সময় পাতা কুড়ানোকে কেন্দ্র করে দুই সতিনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে গতকাল রাতে দুধমেহেরের চার ছেলে সোলেমা খাতুনের বাড়িতে গিয়ে তাঁকে লাঞ্ছিত করে হুমকি দেয়। এ ঘটনার পরদিন আজ শনিবার ভোরে প্রথম স্ত্রীর সোলেমা খাতুনের তিন ছেলে বাবুল শেখ, বুলবুল শেখ ও আরিফ শেখ মোটরসাইকেলে বাড়ি থেকে গাজীপুর শহরে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুধমেহেরের চার ছেলে ওই মোটরসাইকেলের গতিরোধ করে। তারা মোটরসাইকেল আরোহী তিন সৎভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধর করে।
নিহতের বাবা শরাফ উদ্দিন জানান, আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরিফকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত অপর দুজনের মধ্যে বুলবুলের অবস্থা আশঙ্কাজনক। তাদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।