ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
ঘন কুয়াশায় মানিকগঞ্জের পাটুরিয়া ও দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অপেক্ষায় থাকা অ্যাম্বুলেন্সে নজরুল ইসলাম মণ্ডল (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। আজ রোববার (১ জানুয়ারি) সকাল ৬টার দিকে পাটুরিয়ার ৪ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া রোগী নজরুল ইসলাম মণ্ডলের বাড়ি মেহেরপুর জেলায়। তিনি ঢাকার বক্ষব্যাধি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে গ্রামের বাড়ি মেহেরপুর ফিরছিলেন। পথিমধ্যে পাটুরিয়া ফেরিঘাটে ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক সালাম মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, মারা যাওয়া ওই রোগীর বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। একটি অ্যাম্বুলেন্সে করে রোগীকে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে ফিরছিলেন স্বজনরা।
ব্যবস্থাপক সালাম মিয়া জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল শনিবার দিনগত রাত আড়াইটায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাত ৩টার দিকে পাটুরিয়ার ৪ নম্বর ফেরিঘাটে অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে এসে আটকা পড়ে। সকাল ৬টার দিকে কনকনে শীতের মধ্যে নজরুল ইসলাম মারা যান। ঘন কুয়াশার কারণে আজ সকাল সাড়ে ৭টা পর্যন্ত পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। পরে সকাল সাড়ে ৭টায় ফেরি চলাচল শুরু হলে স্বজনরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ি চলে যায়।