‘ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকার যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করে নাই’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/09/moudud.jpg)
ছবি: এনটিভি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকার যথেষ্ট রকমের কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই।’ তিনি বলেছেন, ‘দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটিয়ে সরকার নিজেদের পতন নিজেরাই ডেকে আনছে।’
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন মওদুদ আহমদ।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে বঙ্গোপসাগর আজ উত্তাল। উপকূলীয় জেলাগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মধ্যরাতে দেশে আঘাত হানবে ‘বুলবুল।’
এ প্রসঙ্গে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আমাদের জানামতে সরকার যথেষ্ট রকমের কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই।’
তিনি বলেন, ‘এ অবস্থায় আমরা অতীতেও দেখেছি। সরকারের অবহেলার কারণে ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষেরা।’
মওদুদ আহমদ বলেন, ‘সংসদ অকার্যকর থাকার কারণে জনগণ সুশাসন থেকে বঞ্চিত হচ্ছে।’ সরকারের প্রশ্রয়ে দুশাসন ও দুর্নীতি দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি ।
মওদুদ আহমদ বলেন, ‘যে রাজধানীতে এক কিলোমিটার যেতে ৪৫ মিনিট সময় লাগে, এটা নাকি উন্নয়নের মডেল। মানুষকে ধোঁকা দেওয়া ছাড়াতো আর কিছুই নাই।’
তিনি বলেন, ‘বাংলাদেশ গণতন্ত্রহীনতার মডেল, জবাবদিহিহীনতার মডেল, বিচারহীনতার মডেল। সারাবিশ্ব জেনেছে বাংলাদেশের রাজধানীতে ১৫০টি ক্লাব ক্যাসিনো চালিয়েছেন সরকারি দলের লোকেরা।’ বিএনপির এই নেতা বলেন, ‘অনেক গভীরে এ দুর্নীতি ঢুকে গেছে। তারা নিজেরাই নিজেদের পতনের সুরঙ্গ তৈরি করেছে।’
এ সময় দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘শিক্ষিত সমাজ যাতে সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে সে জন্য শিক্ষার মানকে নষ্ট করছে সরকার।’
তিনি বলেন, ‘যেখানে মানুষ গড়ার কারিগর তৈরি হয় সেখানে ছাত্রদের হাতে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য অস্ত্র তুলে দিচ্ছে। শিক্ষার মানকে ধ্বংস করে দিচ্ছে। কারণ তারা জানে শিক্ষিত সমাজ থাকলে প্রতিবাদ আসবেই। তারা প্রতিবাদ সহ্য করতে পারে না।’