চট্টগ্রামে ডা. শাহাদাতসহ ১৮ বিএনপি নেতাকর্মী কারাগারে
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরোয়ার জাহান রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংর্ঘষের ঘটনায় ৫৭ জন নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা করে কোতোয়ালি থানা পুলিশ। এসব মামলায় ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। কোতোয়ালি থানায় করা দুটি মামলায় সাত দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ। আদালত আগামীকাল বুধবার রিমান্ডের শুনানির দিন ধার্য করেন।
চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট বদরুল আনোয়ার সাংবাদিকদের জানান, মামলার কোনো কপি তারা হাতে পাননি। তাই জামিনের আবেদন ও রিমান্ডের শুনানির দিন কাল ধার্য করেছেন আদালত।
আদালতের এজলাসে মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি ও যুগ্ম সম্পাদক আখি সুলতানা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘গ্রেপ্তারের পর থানায় আমাদের প্রতি অমানবিক আচরণ করেছে পুলিশ। রোজা রেখে ইফতারের জন্য কোনো পানিও পাইনি। সারা রাত ওড়না পর্যন্ত ছিল না। রাতে শবে বরাতের নামাজ পড়তে হয়েছে ওড়না ছাড়াই।’
পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করসহ ৫৭ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।
গতকাল বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে করা বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংর্ঘষের ঘটনায় অন্তত ২০ নেতাকর্মী আহত হয়।