চট্টগ্রাম থেকে ১০ জনকে ঢাকায় আনার কথা জানাল আইএসপিআর
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে গুরুতর আহত ১০ জনকে ঢাকায় আনা হয়েছে। সন্ধ্যায় তাঁদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। এর আগে আজ রোববার বিকেলে রাজধানীর তেজগাঁও পুরনো বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে আহতদের ঢাকায় আনার কথা জানান আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ।
আইএসপিআরের পরিচালক জানান, সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫০ জন সদস্য কাজ করছে। উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তার জন্য সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। পাশাপাশি এই ঘটনায় গুরুতর আহত ১০ জনকে চট্টগ্রাম থেকে ঢাকা স্থানান্তর করা হয়েছে।
আইএসপিআর জানায়, গতকাল শনিবার রাত থেকে এ পর্যন্ত চট্টগ্রাম সিএমএইচে ১৫ জন রোগী ভর্তি আছেন। এ ছাড়া নৌবাহিনীর মেডিকেল সেন্টার যেকোনো রোগীকে সেবা দিতে প্রস্তুত আছে। বিমানবাহিনীও সেবা দিতে প্রস্তুত আছে।
এ ছাড়া সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার এবং নিরাপত্তা দলও নিয়োজিত রয়েছে। রাসায়নিক দ্রব্যাদির বিস্ফোরণের কারণে আগুনে ক্ষতিগ্রস্ত রাসায়নিক সামগ্রী সমুদ্রে ছড়িয়ে পড়া রোধে এ দলটি কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মিলিটারি পুলিশও সহায়তা করছে। তা ছাড়া, বিস্ফোরণে আহতদের সেনাবাহিনীর মেডিকেল টিম গতকাল রাত থেকে কাজ করছে।