চাকরি দেওয়ার নামে প্রতারণা, নারীসহ গ্রেপ্তার ৪
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/10/madaripur-pic.jpg)
মাদারীপুরে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া প্রতারকচক্রের নারীসহ চার সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আজ শনিবার বিকেলে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের গোবিন্দপুরে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন খুলনার পাইকগাছার লস্কারপুরের মাসুদ পারভেজ (২৯), বরগুনার পাথরঘাটার জালিয়াঘাটা এলাকার শাহীন হাওলাদার (৩২), শাহীনের কথিত স্ত্রী মোছা. শিরিন বেগম এবং মাদারীপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল কাইউম।
ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, সদর উপজেলার গোবিন্দপুরের রনি হোসেনকে এনএসআইয়ে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অংকের ঘুষ দাবি করে একই গ্রামের বাসিন্দা আব্দুল কাইউম। প্রাথমিক পর্যায়ে রনির কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেন তিনি। আজ সকালে কাইউমের বাড়িতে আসা মাসুদ পারভেজকে সেনাবাহিনীর মেজর বলে পরিচয়ে করে দেন রনির সঙ্গে। তাদের সঙ্গে থাকা শাহীন ও শিরিন নামের অপর দুইজনকেও সেনাবাহিনীতে কর্মরত হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সবার কথাবার্তা সন্দেহজনক মনে হলে ভুক্তভোগী রনি ও আশাপাশের লোকজন চারজনকে আটক করে সদর মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী রনি হোসেন বলেন, ‘আমার কাছ থেকে প্রাথমিক পর্যায়ে ২০ হাজার টাকা ঘুষ নিয়েছেন কাইউম। পাশাপাশি আমার মাথার চুল তারাই মেশিন দিয়ে ছোট করে কেটে দিয়েছেন। এছাড়া মেডিকেল পরীক্ষাও তারাই প্রাথমিকভাবে সম্পন্ন করেছেন। যা ছিল সবই ভুয়া ও প্রতারণা। বিষয়টি বুঝতে পেয়ে থানা পুলিশকে খবর দেই। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। পরে প্রতারকদের বিরুদ্ধে থানায় মামলা করি।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, আটক চার প্রতারকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি রয়েছে আরও একজন। তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তারা গ্রামের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নিত। এসব চক্রের কাছ থেকে সবাইকে সর্তক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।